ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। সোমবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাস থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ দেখান। এসময় সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে তারা আপত্তি তোলেন। ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা সেন্টাল ইউনিভার্সিটি অধ্যাদেশের যে খসড়াটা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় উঠে যেতে পারে। উচ্চমাধ্যমিক পর্যায় আমাদের ঐতিহ্য৷ তা ধরে রাখতেই আমরা বিক্ষোভ করছি। “অধ্যাদেশের খসড়ায় উচ্চ মাধ্যমিক শাখা বাদ দেওয়ার কথা বলা হয়নি, তবে এই মডেলের উচ্চ মাধ্যমিক বেশিদিন রান করবে না। আমরা সেই জায়গা থেকে এসেছি।” এদিনই ঢাকা কলেজসহ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির' অধ্যাদেশ...