নিজের জীবনে এমন পরিবর্তনে আশ্বাসে আবেগাপ্লুত করিম ফকির বলেন, আমরা খুব গরিব মানুষ। দিনে একবেলা খাই, কখনো না খেয়েও থাকি। আমাদের দুর্দশা দেখার জন্য রাজিব আহসানসহ নেতারা খোঁজ খবর নিতে এসেছে। উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিএনপি নেতা রাজিব আহসান বলেন, তারেক রহমান প্রতিনিয়ত দেশব্যাপী নির্যাতিত ও তৃণমূলের কর্মীদের খোঁজখবর রাখছেন। বিশেষ করে গরীব অসহায় ও সম্বলহীন মানুষ যাতে কষ্ট না পান এবং তাদের যাতে মাথা গোজার ঠাঁই হয় সেদিকে নজর রাখতে আমাদের নির্দেশ দিয়েছেন তিনি।তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেতর জীবনযাপন করা করিম ফকির পরিবারকে একটি গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি। বিএনপি নেতা রাজিব আহসান বলেন, তারেক রহমান প্রতিনিয়ত দেশব্যাপী নির্যাতিত ও তৃণমূলের...