বিখ্যাত পরিচালক বিল কনডন তার নতুন চলচ্চিত্র ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ তৈরি করেছেন। প্রযোজনার নকশায় অনুপ্রেরণা নিয়েছেন পুরোনো হলিউডের সোনালি যুগের এমজিএম সংগীতনির্ভর ছবিগুলো থেকে। বিশেষ করে কিংবদন্তি নির্মাতা ভিনসেন্ট মিনেলির চলচ্চিত্রগুলো ছিল তার অনুপ্রেরণার মূল উৎস। এই সিনেমাটি নির্মিত হয়েছে ম্যানুয়েল পুইগের ১৯৭৬ সালের উপন্যাস থেকে। সেটি থেকে প্রথম চলচ্চিত্র সংস্করণ তৈরি হয় ১৯৮৫ সালে হেক্টর বাবেনকোর হাতে। কনডনের নতুন সংস্করণটি আসলে টেরেন্স ম্যাকন্যালি, জন কান্ডার ও ফ্রেড এব রচিত মঞ্চসংগীতের ওপর ভিত্তি করে। এখানে দুই চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। প্রযোজনা নকশাকার স্কট চ্যামব্লিস জানান, কনডনের নির্দেশ ছিল পুরোনো সেই চলচ্চিত্রগুলোর ভিজ্যুয়াল ধরন যতটা সম্ভব হুবহু পুনর্নির্মাণ করা। এজন্য তারা অ্যান আমেরিকান ইন প্যারিস, গিগি ও জিগফেল্ড ফোলিজের মতো সিনেমা থেকে ধারণা নেন। ছবির কাহিনি এগিয়েছে ১৯৮৩...