২০২৫ সালের অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেছেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সুইডিশ অ্যাকাডেমি সোমবার তাদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিনজন বিজ্ঞানী ‘নবীনতা-চালিত অর্থনৈতিক বৃদ্ধির’ মডেল এবং বিশ্লেষণমূলক কাজের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। জোয়েল মোকিয়র অর্থনৈতিক ইতিহাস ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা বিশ্লেষণ করেছেন, এবং দেখিয়েছেন কীভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রযুক্তির ধারাবাহিক উদ্ভাবন অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক হতে পারে। ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট একসঙ্গে ‘সৃজনশীল ধ্বংস (Creative Destruction)’ তত্ত্ব বিকাশ করেছেন— অর্থনৈতিক কাঠামোতে নতুন প্রযুক্তি ও প্রতিষ্ঠান পুরাতনগুলোকে প্রতিস্থাপন করার প্রক্রিয়া—যা দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ চিহ্ন। নোবেল পুরষ্কারের অর্থনৈতিক অংশ...