চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রচারণার আজকে শেষ দিন। ক্যাম্পাসের শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, লেডিস,কলা, সমাজবিজ্ঞান ঝুপড়ি, প্রতিটি অনুষদ প্রাঙ্গণ, আবাসিক হল, জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল প্রার্থীদের প্রচারণার ভিড় করছেন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছেন। ভোটাররাও প্রার্থীদের নানা প্রশ্ন করে যাচ্ছেন। প্রার্থী ও ভোটাদের মধ্যে একপ্রকার যুক্তিতর্ক চলতে দেখা গেছে। বুদ্ধিজীবী চত্বরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের মনোনীত প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়ে চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছেন। শিক্ষার্থীরা খুব কৌতূহল নিয়ে শাফায়েতকে প্রশ্ন করে যাচ্ছে। এসময় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনিকে প্রচারণাপত্র বিতরণের ব্যস্ত ছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নির্বাচনী ইশতেহার...