মা ইলিশের প্রজনন মৌসুম এবং সামুদ্রিক মাছ সংরক্ষণ বাড়াতে সাগর ও নদী উপকূলে চলছে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ৪ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার সদর। সোমবার ভোর থেকে বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজি স্টেশন পূর্ব জোন, বিমান বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরে পরিবহনের উদ্দেশ্য একটি কাভার্ড ভ্যানে লোড করার সময় ৩২ ব্যারেল ইলিশ মাছসহ বিভিন্ন প্রজাতির...