সর্বোচ্চ গোপনীয়তার মধ্য চলছে চিত্রতারকা শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং। তবে সেই নিরাপত্তা ভেদ করে ফাঁস হয়েছে ছবির গুরুত্বপূর্ণ একটি শুটিং দৃশ্য। সেটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, ঢাকার গুলশান-১ ডিএসসিসি মার্কেটে সিনেমার একটি দৃশ্যের শুটিং চলাকালীন একজন পথচারীর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তাতে দেখা যাচ্ছে, কালো শার্ট ও প্যান্ট পরিহিত শাকিব খান পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাজার মনিটরিং করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করছেন, ছবিতে তিনি হয়তো একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন। ভাইরাল ভিডিওটি ঘিরে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এক ভক্ত লিখেছেন, ‘লুকটা দুর্দান্ত, একদম পারফেক্ট সোলজার!’ তবে অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এভাবে যদি শুটিং দৃশ্য ফাঁস হয়, তাহলে প্রেক্ষাগৃহে চমকটাই তো নষ্ট হয়ে যাবে।’ এর আগে ‘সোলজার’-এর ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল।...