কক্সবাজার জেলার কুখ্যাত মাদক সম্রাট ও যুবদল নেতা মো. তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও ৬৪ বিজিবির যৌথ দল। শনিবার (১২ অক্টোবর) রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।গ্রেফতার তাজ উদ্দিন হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি জেলা তাতীদলের সভাপতি ডা. নাসির উদ্দিনের ছোট ভাই বলেও জানা গেছে।র্যাব সূত্র জানায়, তাজ উদ্দিন এন্টি-নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকাজুড়ে ইয়াবা পাচার সিন্ডিকেট পরিচালনা করছিলেন।স্থানীয়দের অভিযোগ, তাজ উদ্দিন অতীতে একাধিকবার ইয়াবাসহ র্যাব ও পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। রাজনৈতিক পরিচয়ের সুযোগে তিনি প্রভাব বিস্তার করেন এবং স্থানীয় কিছু নেতা ও...