“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পাঁচবিবি নছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, বাগজানা ইউপি...