খেলাধুলা ডেস্কঃরিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি জর্জ ভালদানোর সঙ্গে এক আন্তরিক সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রা, আদর্শ ও প্রেরণার কথা শেয়ার করেছেন। তিনি ছোটবেলা থেকে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এমবাপ্পে বলেন, “ক্রিস্টিয়ানো সব সময়ই আমার আদর্শ ছিলেন। আমি সৌভাগ্যবান, কারণ এখন তাঁর সঙ্গে কথা বলতে পারি, তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমার কাছে তিনি এক নম্বর।” রোনালদোর রিয়াল মাদ্রিদে অবদানকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে বলেন, “তিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। এখনো রিয়াল ভক্তরা তাঁর স্বপ্ন দেখেন। তবে আমি চাই, আমার নিজস্ব পথ তৈরি করতে।” যদিও রোনালদোর সঙ্গে কখনো মাঠ ভাগাভাগি করেননি এমবাপ্পে, তবে পিএসজিতে যোগ দেওয়ার পর দুই মৌসুম লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। মেসির সঙ্গে...