আজ সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। বিজিবির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকার বেশি। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০...