গোপন বৈঠক, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে হাফেজ ফজলুল হক (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হককে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি লতব্দী ইউনিয়নের চর নিমতলী গ্রামের প্রয়াত ইদ্রিস মিয়ার ছেলে। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। তিনি আরো জানান, চলতি বছরের ১৪ আগস্ট বিকেলে উপজেলার ইছাপুরা বাজারের পেছনে ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল লতিফ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়াদের উঠানে নেতাকর্মীদের সমবেত করে গোপন...