বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরিচালক ইফতেখার রহমান মিঠু সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটি। তবে সময়মতো আয়োজন নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিসিবি। কারণ টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি এখনো তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখাতে পারেনি। তবুও বোর্ড আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (EOI)’ আহ্বান করেছে বিসিবি। ঘোষণায় জানানো হয়, দেশের ১০টি অঞ্চলের নামে দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ্যতা যাচাই শেষে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিগত কয়েকদিন ধরে গুঞ্জন চলছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নাকি...