বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী এলি আভরাম। এ মঞ্চ থেকেই সালমান খানের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক তৈরি হয় তার। এ জুটির প্রেমের গুঞ্জনও একাধিকবার চাউর হয়েছে। এ নিয়ে একাধিকবার কথাও বলেছেন। ফের সালমান খানের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন এলি। এলি আভরাম বলেন, “আমি সালমানের সঙ্গে যোগাযোগ রাখি। সম্প্রতি গণপতিতে দীর্ঘ সময় পর উনার সঙ্গে দেখা। আমি সাধারণত যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে পারদর্শি নই। আমি প্রায়ই নিজের জগতে ডুবে থাকি, নানা স্বপ্ন ও লক্ষ্যে মনোযোগ দিই। নিজেকে উন্নত করার জন্য প্রচুর সময় ব্যয় করি। এমন একটা দেশে (ভারত) একা থাকা; যেখানে আমি বড় হইনি, পরিবার নেই, সম্পূর্ণ আলাদা পরিবেশ—সব সামলানো কঠিন।”আরো পড়ুন:অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমানসালমানের খামারবাড়িতে কী হয়, ফাঁস করলেন...