দেওবন্দিদের দিয়ে তালেবান মোকাবিলায় ভারতের ‘গোপন কৌশল’ নিয়ে দেশটির জাতীয় উপদেষ্টা অজিত দোভালের একটি পুরোনো বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার কয়েক মাস আগে, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি তামিলনাড়ুর শাস্ত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দশম ‘ননি পালকিওয়ালা মেমোরিয়াল লেকচার’-এ ওই বক্তব্য রাখেন তিনি। সেখানে অজিত দোভাল বলেন, আমরা তালেবানকে আমাদের মতো করে মোকাবিলা করবো। তালেবান দেওবন্দি আলেমদের কথা বেশি শুনবে। আজকের দিনে আফগানিস্তানে সবচেয়ে জনপ্রিয় দেশ ভারত। আমি বলতে চাই, বিশ্বের সব দেশের মধ্যে আফগানদের কাছে ভারতীয়রাই সবচেয়ে বেশি শ্রদ্ধার ও ভালোবাসার পাত্র। আমরা তাদের যেভাবে মোকাবিলা করা দরকার, সেভাবেই করব। আমাদের পাকিস্তানের প্রয়োজন নেই। পাকিস্তানকে তালেবান সমস্যায় নিজেই রক্তাক্ত হতে দাও। আরও পড়ুন>>পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?ইসলামী কঠোর ‘বিধান’ থেকে ‘নমনীয়’ কূটনীতি, যেমন চলছে তালেবানের...