দেশের অর্থনীতির হৃদপিন্ড খ্যাত চট্টগ্রাম বন্দর। এ বন্দরকে ঘিরে কনটেইনার পরিবাহিত পণ্যের আমদানি-রপ্তানি হয়। এতে বেসরকারি খাতের ১৯ ডিপোতে বাড়ছে ব্যবসা। এসব ডিপোতে সেবার মাশুল বাড়ানোর কারণে আগের চেয়ে বাড়ছে আয়। গত ৯ মাসের ব্যবসা পর্যালোচনায় দেখা গেছে, বেসরকারি ডিপোগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনটেইনার ম্যানেজমেন্ট করেছে কেডিএস লজিস্টিকস। বেসরকারি ডিপোতে ব্যবসা করা ১৯ ডিপোর মধ্যে শুধু কেডিএস লজিস্টিকস ১৫ শতাংশ কনটেইনার ম্যানেজমেন্ট করেছে। জানা যায়, রপ্তানিমুখী পণ্য উৎপাদনকারী কারখানা থেকে রপ্তানি পণ্য এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করা হয়। এরপর শুল্কায়ন শেষে ডিপো থেকে জাহাজীকরণের জন্য বন্দরে পাঠানো হয়। এ ধরনের প্রায় ৯০ শতাংশ কনটেইনার বেসরকারি ডিপোগুলোতে ম্যানেজমেন্ট হয়। একইভাবে ৬৫ ধরনের আমদানি পণ্যবাহী কনটেইনার জাহাজ থেকে বন্দরের মাধ্যমে ডিপোতে নেওয়া হয়। এরপর আমদানিকারকরা ডিপো থেকে তাদের পণ্য খালাস নেন।...