জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (১৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত ৬ অক্টোবর জব্দ তালিকার ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এরপর মামলার কার্যক্রম আগামী ১৩ অক্টোবর পর্যন্ত মূলতবি করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সাক্ষ্যগ্রহণ করার জন্য দিন ধার্য রয়েছে। সাক্ষী দুজনের মধ্যে রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী হলেন, পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. রায়হানুল রাজ দুলাল ও ১১তম সাক্ষী, হলেন এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম। পিবিআই রংপুরে কর্মরত...