খিলগাঁও-মালিবাগ এলাকার রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফুটপাত তো বটেই, রাস্তাতেও হাঁটুসমান পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষদের অনেককেই জুতো হাতে নিয়ে বা প্যান্ট গুটিয়ে হাঁটতে দেখা যায়। কেউ কেউ আবার বিকল্প পথ ধরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। গাড়ি চালকদের দুর্ভোগও কম নয়। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে গেলে দেখা দেয় তীব্র যানজট। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাঝরাস্তায়, রিকশা উল্টে পড়ে গর্তে, বাস আটকে পড়ে পানির স্রোতে। ফলে এক জায়গায় থেমে থাকে সারি সারি যানবাহন। আর এই যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন সমস্যা চলছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত ও অকার্যকর হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারে না...