ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার ঘোষণার পরদিনই এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৫৪১(১) ধারা ও দ্য প্রিজন অ্যাক্টের ৩(বি) ধারার ক্ষমতাবলে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং–৫৪–কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে এই কারাগারে কাদের রাখা হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। কেন্দ্রীয় কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, “আমরা আজ আদেশ পেয়েছি। শিগগিরই সেখানে আমাদের লোক নিয়োজিত করা হবে।” এর আগে শনিবার সেনা সদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়,...