দেশের বিভিন্ন জেলায় কৃষকরা ধান বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না- এমন পরিস্থিতিতে কৃষকের ধান ক্রয়ে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা আগামী মৌসুমে ধান উৎপাদনে নিরুৎসাহ সৃষ্টি করবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। সোমবার এক বিবৃতিতে ডা. ইরান বলেন, সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি ও কৃষি যন্ত্রপাতির দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু বাজারে ধানের দাম সেই হারে বাড়ছে না। উৎপাদনের ব্যয় মেটাতে না পেরে কৃষক আজ চরম সংকটে পড়েছেন। এখনই ন্যায্য মূল্যের নিশ্চয়তা না দিলে কৃষক কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে, যা দেশের অর্থনীতি ও খাদ্যনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, কৃষকের বাঁচার স্বার্থে সরকারকে অবিলম্বে মাঠপর্যায়ে...