খেলাধুলা ডেস্কঃআইসিসি নারী বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। বিশাখাপত্তমে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে এই ম্যাচ। একাদশে এসেছে দুইটি পরিবর্তন—সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশির জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা আক্তার ও অলরাউন্ডার রিতু মনি। বিশ্বকাপের ১৩তম আসরের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল টাইগ্রেসরা। তবে এরপরের দুটি ম্যাচে ভিন্ন চিত্র। ভারতের গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারে টাইগ্রেসরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাজেভাবে পরাজিত হয় নিগার বাহিনী। ওয়ানডে পরিসংখ্যানে...