ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ শুধুমাত্র রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্যই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে এই দীর্ঘপাল্লার অস্ত্র দেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। জেলেনস্কির মন্তব্যটি রোববার (১২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রচারিত হয়। এদিন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন। এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে তার সর্বশেষ আলোচনা ছিল খুবই ‘ফলপ্রসূ’। তারা দুজন ইউক্রেনের ‘বিমান প্রতিরক্ষা, স্থিতিশীলতা ও দীর্ঘপাল্লার সক্ষমতা’ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। এটি ছিল টানা দুই দিনের মধ্যে দুজনের দ্বিতীয় আলোচনা। সোমবার (১৩ অক্টোবর) ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি কেবল তখনই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি হবেন, যখন তিনি নিশ্চিত হতে পারবেন যে এই অস্ত্রগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এ বিষয়ে ‘একটি সিদ্ধান্তের...