নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন— এমন প্রচারণা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বরং বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়— এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া পুরোপুরি বিনিয়োগবান্ধব নীতির আলোকে পরিচালিত হচ্ছে। এ ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন দেয়। এগুলো হলো: এই পাঁচ ব্যাংক একীভূত...