পবিত্র কোরআনে সুরা ইউসুফকে আল্লাহ তাআলা ‘আহসানুল কাসাস’ বা সবচেয়ে সুন্দর ঘটনা বলেছেন। এই সুরায় হযরত ইউসুফের (আ.) জীবন-কাহিনির মধ্য দিয়ে ধৈর্য, আল্লাহর প্রতি আস্থা, সততা ও সমাজব্যবস্থা নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি আয়াত দায়িত্বশীল পদে নিয়োগের এমন কিছু নীতি সম্পর্কে ধারণা দেয়, যা সব যুগেই কার্যকর। মিশরের আজিজের স্ত্রী জুলায়খা ব্যাভিচারের মিথ্যা অপবাদ দিয়ে হজরত ইউসুফকে (আ.) জেলে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর অনেক বছর পেরিয়ে যায়। এর মধ্যে মিশরের রাজা এক অদ্ভূত স্বপ্ন দেখেন, কোনো স্বপ্নবিশারদ যার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন রাজার মদ্যপরিবেশক জানান, অনেক বছর আগে কয়েদখানায় একজনের সাথে তার পরিচয় হয়েছিল, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। রাজা তাকে সেই বন্দির কাছে গিয়ে ব্যাখ্যা শুনে আসতে বলেন। মদ্যপরিবেশক হযরত ইউসুফের (আ.) কাছে গিয়ে স্বপ্নের...