১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এক অসাধু ব্যবসায়ীকে চিংড়ি মাছে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন হাতে নাতে ধরে তাকে একলাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাস জেল প্রদান করেছেন একাধিক সূত্রে জানাগেছে, সরাইল, অরুয়াইল, কালীকচ্ছ শাহবাজপুর, চুন্টা, পানিশ্বরসরাইল প্রাতঃবাজারসহ একাধিক বাজার ও মাছের আড়তে প্রায়শই চিংড়ি মাছে জেলি পুশসহ মাছগুলো তারতজা রাখার জন্য নিয়মিত ফরমালিন ব্যবহার করে আসছে অসাধু ব্যবসায়ীরা। জানা গেছে, অসাধু ব্যবসায়ী সরাইল উপজেলার বেপারী পাড়া গ্রামের মোঃ রজব আলী ছেলে মোঃ উদয়(৩০)এবিষয়ে সরাইল, অরুয়াইল, কালীকচ্ছ,শাহবাজপুর,ও অন্যান্য বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে কথা বললে তারা ইনকিলাবকে জানান, প্রতিবাজারেই এরুপ অসাধু ব্যবসায়ী রয়েছে তারা প্রতিদিনই...