১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম ঘানার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। এই মর্মান্তিক দুর্ঘটনা দেশটির ভোল্টা হ্রদে ঘটে, যা দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতার কারণে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। ঘটনাটি শুধু স্থানীয় এলাকাকেই শোকস্তব্ধ করেনি, বরং ঘানার সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাও আবারো সামনে এনে দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় জেলার ক্রাচি ভোল্টা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যার দিকে শিশু ও অন্যান্য যাত্রীদের বহনকারী নৌকাটি ওকুমা গ্রাম থেকে বোভিমে যাচ্ছিল। যাত্রাপথেই নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। প্রাথমিক ধারণা, নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করছিল, যার ফলে ভারসাম্য রক্ষা সম্ভব হয়নি। রবিবার দেশটির সমুদ্র বন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, “দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে...