জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট। দলটি মনে করে, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব এবং কার্যকর হতে পারে।তিনি বলেন, ঐক্যমত কমিশনও এখন পর্যন্ত এ বিষয়ে উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের দিকেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, যদি উচ্চকক্ষে পিআর সফল হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালু হবে কি না। তবে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপির সুস্পষ্ট অবস্থান হলো, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, কিন্তু এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই।সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জোট গঠন ও শাপলা প্রতীক নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস...