বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, শিবির পরিচয়কে ক্রিমিনালাইজড করা হয়েছিল। হত্যা যোগ্য করা হয়েছিল। একক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শিবির। আমাদের ৬ জন ভাইয়ের খোঁজ এখনো পাওয়া যায়নি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করেছি।' আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা দেড় টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ সাজিদ স্মৃতি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 'ছাত্র শিবির সৃজনশীলতাকে সবসময় প্রমোট করে। সুন্দর ক্যাম্পাস বিনিমার্ণের জন্য এ বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে আমরা দেশকে গড়ে তুলতে পারি। সাংবাদিকতার বড় অংশ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী, সিভিল সোসাইটি সমাজের মুক্তির বদলে ধংস...