জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালীর সকল বেসরকারি স্কুল, কলেজ, কারিগরী প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠদান বন্ধ দেখা গেছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়। শিক্ষক নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও...