প্রথমবার নিজের ফুসফুস ক্যানসারের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তখন সালটি ছিল ২০২৩।এই খবরে ঠাকুর পরিবার যেমন ভেঙে পরেছিল তেমনি হতবাক হয়েছিল ভক্তরা। সৌভাগ্যবশত সেই মরণব্যাধি থেকে বেঁচে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিংবদন্তি শর্মিলার মেয়ে সোহা জানিয়েছেন, আমার সবচেয়ে বড় ভয় হলো প্রিয়জনদের অকাল মৃত্যু। জীবনের অন্য সব সমস্যা সামলানো যায়। কিন্তু প্রিয়জনদের হারানোর ভাবনাটা আমাকে সবসময়ই তাড়িয়ে বেড়ায়। এই ভয়টি এসেছে তার বাস্তব অভিজ্ঞতা থেকে, যখন তার মা শর্মিলা ঠাকুরের ফুসফুস ক্যানসার ধরা পড়ে। সৌভাগ্যবশত সেটি ছিল ‘স্টেজ-জিরো’, অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল রোগটি। যদিও এই বিষয়টি নিয়ে আগেও কথা বলেছে ঠাকুরের পরিবার। সোহার বলেছেন, মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার সময়ে আমার পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমি এবং আমরা সবাই খুবই টেনশনের মধ্য দিয়ে কাটিয়েছি।...