সোমবার সকাল থেকে সাবিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। রোববার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, কেন্দুয়ায় বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে। ৯ম শ্রেণির শিক্ষার্থী রুফাইদা তাবাসসুম বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ গড়ে দেন। তাদের প্রতি অবিচার হলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। সরকারের উচিত দ্রুত তাদের দাবি পূরণ করা।” বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও সাবিরুন্নেছা বালিকা...