রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। সোমবার ( ১৩ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংলগ্ন এলাকায় প্রার্থীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও প্রচারণা চালান। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও প্রায় চার হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিচ্ছে প্রশাসন। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নবীনদের বক্তব্যের আয়োজন করা হয়। শুরুতে নবীনদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীরা এবার রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানা গেছে। তবে প্রার্থীদের অনুষ্ঠানস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা...