৩) ক্যাশে মেমোরি মুছে ফেলুনপ্রতিটি অ্যাপ ব্যবহারের সময় ক্যাশে তথ্য জমা হয়। সেটিংসে গিয়ে অ্যাপের ক্যাশ ক্লিয়ার করলে অনেক জায়গা খালি হবে। ৪) অব্যবহৃত অ্যাপ ডিলিট করুনযে অ্যাপগুলো কম ব্যবহার হয় বা প্রয়োজন নেই, সেগুলো মুছে ফোনের স্টোরেজ খালি করুন। ৫) পুরোনো ডাউনলোড ফাইল ডিলিট করুনডাউনলোড ফোল্ডারে অনেক পুরোনো ফাইল জমে থাকে। অপ্রয়োজনীয় ফাইল মুছে স্টোরেজ ফাঁকা করুন। ৬) জরুরি ফাইল ই-মেইলে সংরক্ষণ করুনদরকারি ফাইল বা ছবি ই-মেইলে রাখলে ফোনে জায়গা কম ব্যবহৃত হবে। ৭) ফোন রিস্টার্ট করুনমাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে অস্থায়ী ফাইল ও সিস্টেম ক্যাশ মুছে যায়। ফলে ফোন দ্রুত এবং সুষ্ঠুভাবে কাজ করে। ৮) চ্যাট অ্যাপের মিডিয়া ফাইল মুছে দিনহোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের ছবি, ভিডিও...