চট্টগ্রাম সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় চসিক মেয়র জানান, স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টিকা দেওয়া হবে। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রামের দুই স্থানে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সকালে চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সি/কে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু চত্বরে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। নগরের সব অভিভাবককে অনুরোধ করছি, নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। টাইফয়েড কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত...