বর্তমান সময়ে যখন জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে, তখন বাইকের মাইলেজ নিয়ে চিন্তা করা একেবারেই স্বাভাবিক। অনেক রাইডারই ভাবেন, বাইক তো ঠিকই আছে, কিন্তু মাইলেজ কমে যাচ্ছে কেন? আসলে বাইকের ফুয়েল ইফিসিয়েন্সি শুধু ইঞ্জিনের উপর নির্ভর করে না এটা অনেকটা রাইডারের চালানোর অভ্যাস, রক্ষণাবেক্ষণ, এমনকি বাইকের ছোটখাটো সেটিংসের উপরও নির্ভরশীল। আসুন বাইকের মাইলেজ বাড়ানোর ১০টি টিপস বা কৌশল জেনে নেওয়া যাক। যা মেনে চললে আপনি সহজেই প্রতি লিটারে ৫-১০ কিমি পর্যন্ত মাইলেজ বাড়াতে পারেন। অনেকেই বাইক চালু করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে থ্রটল ঘুরিয়ে দেন। এতে ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানি পুড়ে যায় এবং ফুয়েল ইফিসিয়েন্সি কমে যায়। চেষ্টা করুন বাইকটি ধীরে ধীরে স্পিডে নিতে। মসৃণভাবে গিয়ার বদলালে ইঞ্জিন কম চাপ নেয়, ফলে মাইলেজ বাড়ে। বেশিরভাগ বাইক ৪০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতিতে সবচেয়ে...