চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিনাবিচারে হত্যা করা হয়েছে। মৃত্যুদণ্ডের পূর্বে তিনি শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাবাণী করে বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল যেন বিলুপ্ত ঘোষণা করা না হয়। কেননা এ ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার করা হবে।রোববার (১২ অক্টোবর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া বটতল দোকানে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি৷সরওয়ার আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো অপশক্তি ভোট বানচাল করতে পারবে না।বিএনপি নেতা আবু ছালেহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহম্মদ হোসেন তালুকদার, বাবু মিহির চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, আবুল কালাম...