গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ১ হাজার ৯৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনির মধ্যে ১ হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দি ছিলেন। খবর বিবিসির এর আগে গাজা থেকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানিয়েছে, দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় ১৩ জন জিম্মি হস্তান্তর করেছে হামাস। বর্তমানে তাদেরকে আইডিএফ ও গাজায় অবস্থানরত ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে। হামাস জানায়,...