মেজর লিগ সকারের মৌসুমের শেষ দিকের ম্যাচে ইন্টার মায়ামি দাপুটে জয় পেয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। শনিবার লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ৪–০ ব্যবধানে জিতে নেয় দলটি। তবে এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানোর মধ্যে কথোপকথন। আগের দিন মেসি জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কালোনি সে ম্যাচে ১–০ ব্যবধানে জয় পেয়েছিলেন। অনেকেই ধারণা করেছিলেন, মেসির না খেলার বিষয়টি ইনজুরি বা বিশ্রামের কারণে। কিন্তু মাশচেরানো জানালেন, এটি স্কালোনির সিদ্ধান্তেই হয়েছে। 'খেলার আগের দিন আমি স্কালোনির সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানান, ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ব্যবহার করবেন না এবং তাঁকে ছেড়ে দিচ্ছেন। এরপর আমি লিওর সঙ্গে কথা বলি যেন আজকের ম্যাচে সে খেলতে...