নতুন প্রযুক্তি কীভাবে টেকসই প্রবৃদ্ধিকে চালিত করতে পারে, তা দেখিয়ে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। এই তিনজন হলেন, মার্কিন-ইসরায়েলের নাগরিক জোয়েল মোকাইর, ফ্রান্সের ফিলিপ আগিয়ন এবং কানাডার নাগরিক পিটার হাউইট। রয়েল সুইডিশ একাডেমি সোমবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় জানিয়েছে, পুরস্কারের অর্ধেক মোকাইরকে দেওয়া হবে ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য’ এবং বাকি অর্ধেক দেওয়া হবে যৌথভাকে আগিয়ন ও হাউইটকে তাদের ‘সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের’ জন্য। ইতিহাসে প্রথমবারের মতো গত দুই শতাব্দী ধরে বিশ্ব টেকসই অর্থনীতির প্রবৃদ্ধি দেখেছে। এই প্রবৃদ্ধির ফলে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে পাশপাশি তা মানুষের সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। এ বছরের নোবেল পুরস্কার জিয়ী তিন অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন কীভাবে নতুন উদ্ভাবন আরও অগ্রগতির প্রেরণা যোগায়। প্রযুক্তি দ্রুত...