অনেকেই ক্লান্তির কারণে রাতে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। কিন্তু ত্বক বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘ সময় মেকআপ ত্বকে রেখে দিলে রোমকূপ বন্ধ হয়ে যায়, ত্বক সঠিকভাবে শ্বাস নিতে পারে না, ফলে দেখা দেয় নানা সমস্যা—ব্রণ, প্রদাহ, বলিরেখা এমনকি অকাল বার্ধক্যের লক্ষণও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেকআপের স্তর ত্বকের প্রাকৃতিক শ্বাস-প্রক্রিয়াকে ব্যাহত করে। এর ফলে ত্বকের কোলাজেন উৎপাদন কমে যায় এবং ইলাস্টিন ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বক দ্রুত বুড়িয়ে যায় ও বলিরেখা পড়ে। এছাড়া, মেকআপের কণা ও ধুলো লোমকূপ বন্ধ করে ত্বকে প্রদাহ সৃষ্টি করে, যার কারণে ব্রণ ও ফুসকুড়ি বেড়ে যায়। চোখের মেকআপ না তুললে আরও ঝুঁকি তৈরি হয়। কাজল বা মাসকারা ত্বকে জমে থেকে চোখের সংক্রমণ বা অ্যালার্জি ঘটাতে পারে। একই সঙ্গে মেকআপ ত্বকের আর্দ্রতা শুষে নিয়ে...