গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলন’ উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট এল-সিসি তাকে সম্মেলনে আসার নিমন্ত্রণ দিয়েছেন। সেই নিমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে সম্মেলনে যাবেন তিনি।ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনেও মাহমুদ আব্বাসকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যেতে প্রস্তুতও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় সেই সম্মেলনে যেতে পারেননি আব্বাস।৮৯ বছর বয়সী আব্বাস ফিলিস্তিনের বৃহত্তম স্বাধীনতাকামী দল ফাত্তাহ-এর শীর্ষ নেতা। ফিলিস্তিনের পশ্চিম...