বিসিবি নির্বাচনের সঙ্গে জড়িয়ে তামিম ইকবালকে ঘিরে অনেক জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও তাকে নিয়ে যেন আলোচনা শেষ হতে চাইছে না। দেশের ক্রিকেট বিষয়ক কোন আলোচনা উঠলেই তার নাম সামনে চলে আসছে। এই যেমন এবার কথা উঠছে ফরচুন বরিশালের হয়ে আসন্ন বিপিএলে তিনি অংশ নিচ্ছেন কি না। তামিমের বিপিএল খেলা প্রসঙ্গে বরিশালের মালিক মিজানুর রহমান কথা বলেছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে তামিমের প্রসঙ্গ। মিজানুর বলেন, ‘আমি মনে করি না তামিম এমন কিছু বলেছেন যে তিনি বিপিএল খেলবেন না। তার মন্তব্যটা সাধারণ খেলা নিয়ে হতে পারে। বিপিএল হলে আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব খেলতে, আর আমি মনে করি বরিশাল খেললে তামিমও খেলবে।’ তামিম...