কবি, কথাসাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক জাহাঙ্গীরের নতুন বই “রক্ত দিয়ে লেখা ছাত্র-জনতার বিপ্লব ’২৪” পাঠক মহলে সাড়া ফেলেছে। জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের প্রতিটি ঘটনা তিনি যেমন তারিখ দিয়ে উল্লেখ করেছেন তেমনি জুলাই বিপ্লবের খুঁটিনাটি বিষয়ও বাদ দেননি। ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী ও পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র ও নিরস্ত্র জনতার ওপর যেভাবে গুলি চালিয়ে ফ্যাসিস্ট সরকারকে বাঁচানোর চেষ্টা করেছিল, তা এ দেশে একটি বিরল ঘটনা হয়ে থাকবে। এ কারণে জুলাই বিপ্লবকে বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয়বার স্বাধীনতা লাভের ঘটনা বলে অভিহিত করা হয়। গুলি, হামলা, নির্যাতন ও গুম করে এত মানুষের জীবন কেড়ে নেওয়া ও হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করে দেওয়া এক চরম নিষ্ঠুরতার পরিচয়। লেখক মাহমুদুল হক জাহাঙ্গীর এসব বিষয়গুলোকে নিপুণভাবে তার বইতে তুলে ধরেছেন। এছাড়া...