হুমায়ুন আহমেদ নাইমশহরের ব্যস্ত রাস্তা। লাল সিগন্যালে থেমে থাকা গাড়ির উপচে পড়া ভিড়। গাড়ির ভেতরে কান্নায় ভেঙে পড়া একটি শিশু তার বাবা-মায়ের কাছে বেলুনের জন্য বায়না ধরেছে। বাবা রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা এক পথশিশুকে ডাক দিয়ে একটি বেলুন কিনে নিলেন। শখ পূরন হলো। কখনো আবার পার্কে প্রেমিক তার প্রেমিকার রাগ ভাঙানোর জন্য ফুল কিনে নেন কোনো পথশিশুর কাছ থেকে। কিন্তু যে শিশুটি অন্যশিশুর হাতে রঙিন স্বপ্ন তুলে দিলো, কোনো প্রেমিকার মান ভাঙার কারণ হলো - তার নিজের জীবনে কোনো রঙ নেই। তার হয়তো মা-বাবাও নেই। নেই বায়না ধরার কোনো জায়গা। এ শহরের পথই তার বাড়ি। হারিয়ে যায় শৈশবএই পথশিশুরা জন্ম থেকেই বঞ্চনার শিকার। তাদের কারও বাবা-মা নেই, কারও আবার থেকেও নেই। ফুটপাত, বস্তি কিংবা রেলস্টেশনই তাদের একমাত্র আশ্রয়। পাঠ্যবইয়ের অক্ষর...