নিজস্ব প্রতিবেদক : বিশ্বখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছেন। দীর্ঘদিন ভারতে বিতর্কিত অবস্থানে থাকার পর, তার এই আগমনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ড. জাকির নায়েক একজন প্রশিক্ষিত চিকিৎসক হলেও নিজেকে সম্পূর্ণরূপে ইসলামী দাওয়াহ বা প্রচার-গবেষণায় নিয়োজিত করেন। তিনি ইসলামের মৌলিক বার্তা যুক্তি, বিজ্ঞান ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন, যা বিশেষ করে তরুণদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তার বক্তৃতার মূল বিষয়গুলোতে থাকে—আল্লাহর একত্ববাদ,কুরআন ও হাদীসের ব্যাখ্যা,ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনামূলক আলোচনা,আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়। তিনি কুরআনের পাশাপাশি বাইবেল, বেদ, উপনিষদসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে যুক্তিভিত্তিক আলোচনা করেন, যা তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ড. জাকির নায়েক ভারতে আইনি জটিলতার কারণে নির্বাসিত। ২০১৬ সালে...