চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে।আরো পড়ুন:বাটা সুর নতুন এমডি ফারিয়া ইয়াসমিন‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে ডেসকো ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১২০টির...