জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক ছাত্র হলের কক্ষে নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক, হল গার্ড ও হল সংসদের নেতারা। রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ওই শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। র্যাগিংয়ের সঙ্গে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩তম ব্যাচের ১৫ জন শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ও ২১ নম্বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিনকে অবহিত করে সাংবাদিক ও হল সংসদের একটি ওই হলের ৪০৩ নম্বর কক্ষে যায়। এ সময় ২১ নম্বর হল সংসদের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল-মাহদী, আ...