আট মাস পরই বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি চেষ্টা করছেন এর আগেই একটি কার্যকর দল গড়ে তুলতে। সেই লক্ষ্যে আনচেলত্তি যে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছেন, সেই ইঙ্গিতও মিলেছে। আন্তর্জাতিক বিরতিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ খেলেছে তাঁর দল। ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি খেলার ধরনেও মুগ্ধ করেছে ব্রাজিল। তবে আনচেলত্তির এই দলে এখন পর্যন্ত নিশ্চিত জায়গা দেখা যাচ্ছে শুধু একজন খেলোয়াড়ের। তিনি মিডফিল্ডার ব্রুনো গিমারেস। এই নিউক্যাসল তারকা নিজের পজিশনের একরকম মালিকই বনে গেছেন বলা যায়। ২০২২ সালের পর থেকে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারই একমাত্র খেলোয়াড়, যিনি ইতালিয়ান কোচের অধীনে হওয়া পাঁচটি ম্যাচেই মাঠে নেমেছেন। গত সেপ্টেম্বরের তাঁকে ‘অপ্রতিদ্বন্দ্বী’ খেলোয়াড় বলে উল্লেখ করেছিলেন আনচেলত্তি। এটি নিছক কোনো কথার কথা নয়। রামন মেনেজেস,...