বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬ বছরের শিশু জিসানকে একটি হুইলচেয়ার উপহার দেন মাগুরার শালিখা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শালিখা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এ উপহার তুলে দেন তারা।সোমবার (১৩ অক্টোবর) শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিনটন মুন্সী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জিসানের পরিবারের হাতে তুলে দেন।নয়ন বলেন, তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবসময়ই জিসান ও আপনাদের পাশে আছি। শুধু আজকে হুইলচেয়ারের মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোনো প্রয়োজনে বিএনপি আপনাদের সঙ্গে আছে।নয়ন আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা চেষ্টা করছি দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। যারা অসুস্থ তাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, মানুষ বিএনপিকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের স্বার্থ...