“নিরাপত্তা” মানে শুধু টাকা ফেরত পাওয়া নয়। বিনিয়োগের ক্ষেত্রে মূলধন, রিটার্ন এবং মুদ্রাস্ফীতির মোকাবিলার সক্ষমতা—এই তিনটি স্তর বিবেচনা করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৪ রিপোর্ট বলছে, দেশে ফিক্সড ডিপোজিটের (FD) গড় সুদ ৫.৫%-৭.৫%, কিন্তু মুদ্রাস্ফীতি ৯.২%। অর্থাৎ, FD-তে নামমাত্র নিরাপত্তা থাকলেও প্রকৃত অর্থে রিয়েল রিটার্ন নেতিবাচক। মূলধনের গ্যারান্টি:ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম অনুযায়ী, ব্যাংক দেউলিয়া হলেও ১০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। জিরো মার্কেট রিস্ক:শেয়ার বাজার ওঠানামা FD-কে স্পর্শ করে না। মুদ্রাস্ফীতি:৭% সুদে FD নিলে, ৯.২% মুদ্রাস্ফীতিতে প্রকৃত মূল্য কমে যায়। তরলতার অসুবিধা:প্রিমিয়াম হারাতে চাইলে আগে টাকা তুলতে পারবেন না। ট্যাক্স বাধ্যবাধকতা:৫ লক্ষ টাকার ওপর সুদের আয়কর ১০% কর্তন। ডাইভার্সিফিকেশন:টাকা ভাগ হয় শেয়ার, বন্ড ও সরকারি সিকিউরিটিজে। পেশাদার ম্যানেজমেন্ট:BSEC-রেজিস্টার্ড ফান্ড ম্যানেজার তদারকি করেন। রিস্ক গ্রেডিং:১-৫ স্টার রেটিং অনুযায়ী ঝুঁকি বোঝা যায়। স্টাডি...